Ping Website hostgator coupon Thedailysharebiz.blogspot.com The Daily Sharebiz:   পপুলার লাইফ মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন শুরু হচ্ছে কাল

Sunday, October 17, 2010

 

পপুলার লাইফ মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন শুরু হচ্ছে কাল

দেশের দুই শেয়ারবাজারে আগামীকাল মঙ্গলবার থেকে পপুলার লাইফ ফার্স্ট মিউচু্যয়াল ফান্ডের শেয়ার লেনদেন শুরম্ন হবে। ১০ বছর মেয়াদী পপুলার লাইফ ফার্স্ট মিউচু্যয়াল ফান্ডের মোট আকার ২০০ কোটি টাকা।
ফান্ডটি ১০ টাকা অভিহিত মূল্যের ২০ কোটি ইউনিটে বিভক্ত। ফান্ডের উদ্যোক্তা প্রতিষ্ঠান পপুলার লাইফ ইন্সু্যরেন্স কোম্পানি লিমিটেড ২০ কোটি টাকা বিনিয়োগ করেছে। প্রাইভেট পেস্নসমেন্টের (প্রি-আইপিও) মাধ্যমে সংগ্রহ করা হয়েছে ৮০ কোটি টাকা। বাকি ১০০ কোটি টাকা আইপিও' ধ্যমে সংগ্রহ করা হচ্ছে। পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে বেসরকারী প্রতিষ্ঠান রেইস এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। বাংলাদেশ জেনারেল ইন্সু্যরেন্স কোম্পানি লিমিটেড (বিজিআইসি) ট্রাস্টি স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক কাসটোডিয়ান হিসেবে কাজ করছে

Lei ˆ`wbK RbK›U

No comments:

Post a Comment