টানা কয়েকদিন চাঙ্গা থাকার পর মূল্য সংশোধন ঘটেছে ঢাকা শেয়ারবাজারে। গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনকৃত অর্ধেকের বেশি শেয়ারের দাম কমেছে। একইসাথে আর্থিক লেনদেন ও সাধারণ সূচক উভয়ই কমেছে। তবে মৌল ভিত্তি সম্পন্ন শেয়ার বিশেষ করে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, টেলিকম ও প্রকৌশল খাতের শেয়ারের দাম বেড়েছে।
টানা ঊধর্্বগতির পর বাজারে কিছুটা মূল্য সংশোধন বেশ জরম্নরি ছিল বলে বাজার বিশেস্নষক মনে করছেন। গতকাল ডিএসইতে মোট ১০ কোটি ৭১ লাখ ৮৪ হাজার ২৬৯ টি শেয়ার ও মিউচু্যয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসই'তে গতকাল মোট লেনদেনের পরিমাণ ১৯৭৫ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার ১০৩ টাকা। যা আগের দিনের চেয়ে ৫৭ কোটি ৮২ লাখ টাকা কম। ডিএসই'র সাধারণ মূল্য সূচক আগের দিনের চেয়ে ২০ দশমিক ৬৩ পয়েন্ট কমে ৭ হাজার ৪৯৩ দশমিক ৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে ডিএসই-২০ মূল্য সূচক আগের দিনের চেয়ে ৮ দশমিক ৬৮ পয়েন্ট কমে ৪ হাজার ৪২০ দশমিক ৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল লেনদেনকৃত ২৪৩ টি কোানির মধ্যে দাম বেড়েছে ১০৭ টির, কমেছে ১৩১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩ টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো-সামিট পাওয়ার, ওয়ান ব্যাংক, ইউসিবিএল, শাহ্জালাল ব্যাংক, পিপলস লিজিং ফাইন্যান্স এন্ড সার্ভিসেস, ইউনাইটেড এয়ারওয়েজ, প্রিমিয়ার ব্যাংক, বেক্সিমকো, সাউথইষ্ট ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক।
অন্যদিকে দর বৃদ্ধিতে গতকালের প্রধান ১০টি কোমপানী হলো-এপেক্স স্পিনিং, সোনারগাঁও টেক্সটাইল, তাক্কাফুল ইন্সুরেন্স, ন্যাশনাল টি কোম্পানি, এইচ আর টেক্সটাইল, ইউনাইটেড এয়ারওয়েজ, ফিডেলিটি এ্যাসেট, ৬ষ্ঠ আইসিবি, ১ম প্রাইম ফিন্যান্স মিউচুয়াল ফান্ড ও আইএফআইসি ১ম মিউচুয়াল ফান্ড। দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো-ঢাকা ফিসারিজ, আনোয়ার গ্যালভানাইজিং, ইমাম বাটন, মেঘনা পেট্রোলিয়াম, বিডি অটোকারস, রহিমা ফুড, ন্যাশনাল পলিমার, কেয়া কসমেটিকস, কে এন্ড কিউ ও ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্স এন্ড সার্ভিসেস।
টানা ঊধর্্বগতির পর বাজারে কিছুটা মূল্য সংশোধন বেশ জরম্নরি ছিল বলে বাজার বিশেস্নষক মনে করছেন। গতকাল ডিএসইতে মোট ১০ কোটি ৭১ লাখ ৮৪ হাজার ২৬৯ টি শেয়ার ও মিউচু্যয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসই'তে গতকাল মোট লেনদেনের পরিমাণ ১৯৭৫ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার ১০৩ টাকা। যা আগের দিনের চেয়ে ৫৭ কোটি ৮২ লাখ টাকা কম। ডিএসই'র সাধারণ মূল্য সূচক আগের দিনের চেয়ে ২০ দশমিক ৬৩ পয়েন্ট কমে ৭ হাজার ৪৯৩ দশমিক ৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে ডিএসই-২০ মূল্য সূচক আগের দিনের চেয়ে ৮ দশমিক ৬৮ পয়েন্ট কমে ৪ হাজার ৪২০ দশমিক ৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল লেনদেনকৃত ২৪৩ টি কোানির মধ্যে দাম বেড়েছে ১০৭ টির, কমেছে ১৩১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩ টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো-সামিট পাওয়ার, ওয়ান ব্যাংক, ইউসিবিএল, শাহ্জালাল ব্যাংক, পিপলস লিজিং ফাইন্যান্স এন্ড সার্ভিসেস, ইউনাইটেড এয়ারওয়েজ, প্রিমিয়ার ব্যাংক, বেক্সিমকো, সাউথইষ্ট ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক।
অন্যদিকে দর বৃদ্ধিতে গতকালের প্রধান ১০টি কোমপানী হলো-এপেক্স স্পিনিং, সোনারগাঁও টেক্সটাইল, তাক্কাফুল ইন্সুরেন্স, ন্যাশনাল টি কোম্পানি, এইচ আর টেক্সটাইল, ইউনাইটেড এয়ারওয়েজ, ফিডেলিটি এ্যাসেট, ৬ষ্ঠ আইসিবি, ১ম প্রাইম ফিন্যান্স মিউচুয়াল ফান্ড ও আইএফআইসি ১ম মিউচুয়াল ফান্ড। দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো-ঢাকা ফিসারিজ, আনোয়ার গ্যালভানাইজিং, ইমাম বাটন, মেঘনা পেট্রোলিয়াম, বিডি অটোকারস, রহিমা ফুড, ন্যাশনাল পলিমার, কেয়া কসমেটিকস, কে এন্ড কিউ ও ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্স এন্ড সার্ভিসেস।
No comments:
Post a Comment