আইপিওর মাধ্যমে শেয়ার বিক্রির ক্ষেত্রে কোম্পানির ন্যূনতম পরিশোধিত মূলধন হতে হবে ২৫ কোটি টাকা। বর্তমানে শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহ করতে হলে তার পরিশোধিত মূলধনের পরিমাণ হতে হয় ন্যূনতম ৪০ কোটি টাকা। গত মার্চে এসইসি এক নির্দেশনার মাধ্যমে পরিশোধিত মূলধনের এ সীমা বেঁধে দিয়েছিল। এছাড়া শেয়ার ছাড়ার ক্ষেত্রে আরও বেশকিছু শর্তও জুড়ে দেয়া হয় ওই নির্দেশনামায়। তবে এসইসির ওই সিদ্ধান্তের ফলে বাজারে শেয়ার সরবরাহে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়। অবশেষে এসইসি সে সিদ্ধান্ত থেকে সরে এসে আইপিওর ক্ষেত্রে পরিশোধিত মূলধন ২৫ কোটি টাকা নির্ধারণ করতে যাচ্ছে। গতকাল কমিশনের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। সরকারের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেবে এসইসি। আইপিওর ক্ষেত্রে পরিশোধিত মূলধন ২৫ কোটি টাকা করার পক্ষে কমিশনের পরামর্শক কমিটির বৈঠকেও সিদ্ধান্ত হয়েছিল। এ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল গত ৯ আগস্ট। মূলত বর্তমান পুঁজিবাজারে শেয়ার সরবরাহ বাড়াতেনিয়ন্ত্রক সংস্থা এ পদক্ষেপ নিতে যাচ্ছে। এর ফলে ছোট ছোট কোম্পানিগুলোরও শেয়ারবাজারে আসার পথ উন্মুক্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
No comments:
Post a Comment