শেয়ারহোল্ডারদের অভিযোগের প্রেক্ষিতে ইসলামী ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর ক্ষেত্রে অনিয়ম অনুসন্ধানে ২ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। কমিশনের সহকারী পরিচালক ইকবাল আহমেদকে প্রধান করে গতকাল এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্য হলেন সহকারী পরিচালক ওয়াহিদুল ইসলাম। কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে এসইসির চেয়ারম্যানের কাছে তদন্ত প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাইট শেয়ারের টাকা জমা দিতে না পেরে অনেক শেয়ারহোল্ডার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেন। এতে বলা হয়, কোম্পানির পরিচালকদের কেউ কেউ আন্ডার রাইটারের মাধ্যমে রাইট শেয়ার বাগিয়ে নেয়ার জন্যই সাধারণ শেয়ারহোল্ডারদের কাগজপত্র পাঠানোর ক্ষেত্রে অনিয়মের আশ্রয় নিয়েছেন। তারা এ বিষয়ে তদন্ত কমিটি গঠনের জন্য এসইসির প্রতি অনুরোধ জানান। এর প্রেক্ষিতে এসইসি গতকাল তদন্ত কমিটি গঠন করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাইট শেয়ারের টাকা জমা দিতে না পেরে অনেক শেয়ারহোল্ডার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেন। এতে বলা হয়, কোম্পানির পরিচালকদের কেউ কেউ আন্ডার রাইটারের মাধ্যমে রাইট শেয়ার বাগিয়ে নেয়ার জন্যই সাধারণ শেয়ারহোল্ডারদের কাগজপত্র পাঠানোর ক্ষেত্রে অনিয়মের আশ্রয় নিয়েছেন। তারা এ বিষয়ে তদন্ত কমিটি গঠনের জন্য এসইসির প্রতি অনুরোধ জানান। এর প্রেক্ষিতে এসইসি গতকাল তদন্ত কমিটি গঠন করে।
No comments:
Post a Comment