ওভার দ্য কাউন্টার বা ওটিসি বাজারে যুক্ত হচ্ছে আরো চার কম্পানি। ঢাকা স্টক এঙ্চেঞ্জের (ডিএসই) মূল বোর্ড থেকে তালিকাচ্যুত হয়ে এই চারটি কম্পানি আজ বুধবার থেকে ওটিসিতে স্থানান্তরিত হবে। দীর্ঘদিন ধরে উৎপাদনে না থাকায় ৫ অক্টোবর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশন (এসইসি) কম্পানিগুলোকে ওটিসিতে পাঠানোর নির্দেশ দেয়। তারই ভিত্তিতে আজ থেকে এসব কম্পানি তালিকাচ্যুত হতে যাচ্ছে। কম্পানিগুলো হচ্ছে_এপেঙ্ উইভিং, ঢাকা ফিশারিজ, মুন্নু ফেবিঙ্ ও পদ্মা সিমেন্ট লিমিটেড। বর্তমানে ডিএসইর ওটিসি বাজারে তালিকাভুক্ত ৭৫টি কম্পানি রয়েছে। নতুন চার কম্পানি যুক্ত হলে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে ৭৯টিতে।
আজ থেকে ওটিসি বাজারে স্থানান্তরিত হতে যাওয়া চার কম্পানির মধ্যে গতকাল ডিএসইর মূল বোর্ডে তিন কম্পানির লেনদেন হয়েছে। তবে পদ্মা সিমেন্টের শেয়ার লেনদেন স্থগিত থাকায় সেটির কোনো লেনদেন হয়নি। ফলে পদ্মা সিমেন্টের শেয়ার বিক্রির সুযোগ পায়নি অনেক বিনিয়োগকারী।
সর্বশেষ চলতি মাসের প্রথম কার্যদিবসে ডিএসইতে তালিকাভুক্ত ২৫টি কম্পানি ওটিসি বাজারে স্থানান্তরিত হয়। কাগুজে শেয়ার ধারনের কারণে ওই সব কম্পানিকে এসইসির নির্দেশে ওটিসিতে পাঠানো হয়েছিল।
এদিকে লেনদেনের দিক থেকে এখনো জনপ্রিয়তা না পেলেও ক্রমেই ওটিসি বাজারে কম্পানির সংখ্যা বেড়ে চলেছে। কম্পানির সংখ্যা বাড়লেও লেনদেনে মোটেও এর কোনো প্রতিফলন নেই। উৎপাদন বন্ধ থাকা, লোকসানি কম্পানিগুলো এই বাজারে তালিকাভুক্ত হওয়ায় বিনিয়োগকারীরা এসব কম্পানির শেয়ার কিনতে আগ্রহী নন। অন্যদিকে এই বাজারের লেনদেন প্রক্রিয়াও অনেক জটিল।
আজ থেকে ওটিসি বাজারে স্থানান্তরিত হতে যাওয়া চার কম্পানির মধ্যে গতকাল ডিএসইর মূল বোর্ডে তিন কম্পানির লেনদেন হয়েছে। তবে পদ্মা সিমেন্টের শেয়ার লেনদেন স্থগিত থাকায় সেটির কোনো লেনদেন হয়নি। ফলে পদ্মা সিমেন্টের শেয়ার বিক্রির সুযোগ পায়নি অনেক বিনিয়োগকারী।
সর্বশেষ চলতি মাসের প্রথম কার্যদিবসে ডিএসইতে তালিকাভুক্ত ২৫টি কম্পানি ওটিসি বাজারে স্থানান্তরিত হয়। কাগুজে শেয়ার ধারনের কারণে ওই সব কম্পানিকে এসইসির নির্দেশে ওটিসিতে পাঠানো হয়েছিল।
এদিকে লেনদেনের দিক থেকে এখনো জনপ্রিয়তা না পেলেও ক্রমেই ওটিসি বাজারে কম্পানির সংখ্যা বেড়ে চলেছে। কম্পানির সংখ্যা বাড়লেও লেনদেনে মোটেও এর কোনো প্রতিফলন নেই। উৎপাদন বন্ধ থাকা, লোকসানি কম্পানিগুলো এই বাজারে তালিকাভুক্ত হওয়ায় বিনিয়োগকারীরা এসব কম্পানির শেয়ার কিনতে আগ্রহী নন। অন্যদিকে এই বাজারের লেনদেন প্রক্রিয়াও অনেক জটিল।
Lei ‰`wbK Kv‡jiK›U
No comments:
Post a Comment