Ping Website hostgator coupon Thedailysharebiz.blogspot.com The Daily Sharebiz: শেয়ার বাজার ও মুদ্রা বাজারের মধ্যে পার্থক্য

Saturday, October 16, 2010

শেয়ার বাজার মুদ্রা বাজারের মধ্যে পার্থক্য

মূলধন বাজার বা শেয়ার বাজার মুদ্রা বাজারের মধ্যে যে পার্থক্যটি বিদ্যমান সেটি হল সময় পরিধীর পার্থক্য। মুদ্রা বাজার হচ্ছে সল্পকালের বাজার, সেখানে খুবই অল্প সময়ের জন্য লেনদেন হয়। যেমন: ইন্টার ব্যাংক মানি মর্কেট বাজারের সুদ বা লাভ নির্ভর করে মুদ্রার চাহিদা সরবরাহের ওপর। এখানে অনূর্ধ এক বছরের জন্য পুজি সরবরাহ বরা হয়্। শেয়ার বাজার বা পুজি বাজারে বিনিয়োগ হবে বেশ কিছু সময়ের জন্য। বিনিয়োগ করে কম্পানির শেয়ার ক্রয় করা হয় এবং কোম্পনি লাভ করলে বছর বছরডিভিডেন্ডদেবে, বোনাস শেয়ার দেবে। এক বাজারে ঝুকি বিষয়টি বেশি থাকে। ঝুকি উঠা-নামা করে থাকে শেয়ারের বাজার দরের উত্থান-পতন থেকে। এখানে ৫বছর বা তদূর্ধ্ব মেয়াদের জন্য পূজি সরবারহ করা হয়ে থাকে

No comments:

Post a Comment