Ping Website hostgator coupon Thedailysharebiz.blogspot.com The Daily Sharebiz: October 2010

Wednesday, October 20, 2010

উত্তরা ফাইন্যান্সের রাইট শেয়ার অনুমোদন পেল


পুঁজিবাজারে তালিকাভুক্ত অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের রাইট শেয়ার ছাড়ার প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)
সংস্থাটির নিয়মিত সভায় গতকাল বুধবার কোম্পানিটির সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়।
ছাড়া বৈঠকে অপর আরেকটি অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের অবিতরণকৃত রাইট শেয়ার অবলেখনকারী প্রতিষ্ঠানকে (আন্ডারটাইটার) বরাদ্দ দেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বলবথাকবে।
ঠক শেষে এসইসির নির্বাহী পরিচালক মুখপাত্র আনোয়ারুল কবীর ভূঁইয়া সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, বাজারে শেয়ারের সরবরাহ বাড়ানোর ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে উত্তরা ফাইন্যান্সের রাইট শেয়ার ছাড়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
ইসলামী ফাইন্যান্সের ব্যাপারে তিনি বলেন, সম্প্রতি কোম্পানিটির বেশ কিছু শেয়ারধারী কমিশনের কাছে অভিযোগ করেছেন যে তাঁরা রাইট শেয়ার বিতরণসংক্রান্ত কোনো চিঠি পাননি। ফলে তাঁরা নির্ধারিত সময়ে রাইট শেয়ারের জন্য প্রয়োজনীয় টাকা জমা দিতে পারেননি। কারণে রাইট শেয়ার থেকে বঞ্চিত হয়ে আর্থিক ষতির শিকার হয়েছেন তাঁরা। বিনিয়োগকারীদের এসব অভিযোগ খতিয়ে দেখতে এসইসি এরই মধ্যে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পরই অবিক্রীত শেয়ার কী করা হবে সে ব্যাপারে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।
উত্তরা ফাইন্যান্স বিদ্যমান শেয়রধারীদের তিনটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ারের প্রস্তাব করবে। অর্থাকোনো শেয়ারধারীর কাছে রেকর্ড ডেট বা শেয়ারের মালিকানা নির্ধারণের দিনের আগ পর্যন্ত তিন হাজার শেয়ার থাকলে তিনি এক হাজারটি রাইট শেয়ার পাবেন।
কোম্পানিটির বর্তমান পরিশোধিত মূলধন ৩৯ কোটি ৬০ লাখ টাকা, যা ১০ টাকা অভিহিত মূল্যের তিন কোটি ৯৬ লাখ শেয়ারে বিভক্ত। রাইট হিসেবে কোম্পানিটি নতুন করে আরও এক কোটি ৩২ লাখ শেয়ার ছাড়বে। এর মাধ্যমে কোম্পানিটি শেয়ারপ্রতি ২০ টাকা প্রিমিয়ামসহ ৩৯ কোটি ৬০ লাখ টাকা সংগ্রহ করবে।
এর বাইরে গতকালের বৈঠকে বিভাগীয় শহরের বাইরআর কোনো ব্রোকারেজ হাউসের শাখা খোলা হবে না বলে অক্টোবর যে নির্দেশনা দিয়েছিল, তা কিছুটা শিথিল করা হয়েছে।
এসইসি বলছে, ওই নির্দেশনার আগে যেসব ব্রোকারেজ হাউস শাখা খোলার জন্য সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জে আবেদন করেছিল, তাদের আবেদন বিবেচনা করা হবে। জন্য দুই স্টক এক্সচেঞ্জকে তাদের কাছে জমা থাকা আবেদন গতকাল বিকেল পাঁচটার মধ্যেই এসইসিতে পাঠানোর কথা বলা হয়। এই সময়ের মধ্যে যেসব ব্রোকারেজের নাম পাওয়া যাবে কেবল সেসব প্রতিষ্ঠানই শাখা খোলার অনুমোদন পাবে। এরপর আর কোনো হাউসের শাখা খোলার বিষয়টি অনুমোদন করা হবে না।
তবে ব্রোকারেজ হাউসের প্রধান কার্যালয় থেকে দুই কিলোমিটার ব্যাসের মধ্যে কোনো কার্যালয় থাকলে তা মূল কার্যালয়ের বর্ধিতাংশ হিসেবে বিবেচনা করা যাবে

Lei ˆ`wbK cÖ_g Av‡jv



 

Tuesday, October 19, 2010

News for PREMIERBAN

Dr. Arifur Rahman, one of the Sponsors/Directors of the Bank, has reported his intention to sell 30,30,500 shares (Bonus Shares) out of his total holdings of 1,31,30,500 shares of the Bank at prevailing market price through Stock Exchange within 31st October 2010

Expire Date:
2010-10-20

News for TITASGAS

The company has informed that the Board of Directors of the company has decided/approved, in line with the gas sector re-structuring programme of Government of Bangladesh (GOB), the proposal of sale/transfer of the assets of Brahmanbaria-Ashuganj unit to Bakhrabad Gas Systems Limited at a price of Tk. 1,207.45 crore to be settled by Cash/Share/Loan/any combination or by adjustment through reduction of paid-up capital held by GOB, subject to the approval of shareholders including GOB/Petrobangla, by passing special resolution at EGM to be held on 27 November, 2010. The company has not informed the Venue, time and record date of the EGM.
Expire Date:
2010-10-20

News for NORTHRNINS

Mr. Md. Sarwar Salim, one of the Sponsors/Directors of the company, has reported his intention to sell 7,555 shares (Bonus Shares) out of his total holdings of 51,355 shares of the company at prevailing market price through Stock Exchange within 31st October 2010.

Expire Date:
2010-10-20

News for Dhaka Bank

The Bank has informed that the Board of Directors of the Bank has decided to hold 5th EGM of the Bank to transact the following businesses: (1) To amend the relevant Articles showing the effect of withdrawal of share grouping from the Articles of Association of the Bank subject to approval of the Shareholders and (2) To raise Tier II capital through issuance of fully redeemable non-convertible 7 years fixed rated subordinated bond for Tk. 200.00 crore subject to approval of the shareholders. Date of EGM: 28.11.10, Time of EGM: 11:00 a.m., Venue: Dhaka Regency Hotel & Resort, Airport Road, Nikunja-2, Dhaka. Record date for EGM: 31.10.10.
 
Expire Date:
2010-10-20

News for SUMITPOWER

In response to a DSE query regarding clarification of newspaper reporting relating to collecting fund from Capital Market published in "The Daily Samakal" dated 18.10.10, the company has informed that the news published in the newspaper is not based on facts

Expire Date
2010-10-20

AvBwcIi Rb¨ cwi‡kvwaZ gyjab 25 †KvwU UvKv


আইপিওর মাধ্যমে শেয়ার বিক্রির ক্ষেত্রে কোম্পানির ন্যূনতম পরিশোধিত মূলধন হতে হবে ২৫ কোটি টাকা। বর্তমানে শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহ করতে হলে তার পরিশোধিত মূলধনের পরিমাণ হতে হয় ন্যূনতম ৪০ কোটি টাকা। গত মার্চে এসইসি এক নির্দেশনার মাধ্যমে পরিশোধিত মূলধনের সীমা বেঁধে দিয়েছিল। এছাড়া শেয়ার ছাড়ার ক্ষেত্রে আরও বেশকিছু শর্তও জুড়ে দেয়া হয় ওই নির্দেশনামায়। তবে এসইসির ওই সিদ্ধান্তের ফলে বাজারে শেয়ার সরবরাহে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়। অবশেষে এসইসি সে সিদ্ধান্ত থেকে সরে এসে আইপিওর ক্ষেত্রে পরিশোধিত মূলধন ২৫ কোটি টাকা নির্ধারণ করতে যাচ্ছে। গতকাল কমিশনের বৈঠকে বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। সরকারের সঙ্গে আলোচনা করে ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত বে এসইসি। আইপিওর ক্ষেত্রে পরিশোধিত মূলধন ২৫ কোটি টাকা করার পক্ষে কমিশনের পরামর্শক কমিটির বৈঠকেও সিদ্ধান্ত হয়েছিল। বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল গত আগস্ট। মূলত বর্তমান পুঁজিবাজারে শেয়ার সরবরাহ বাড়াতেনিয়ন্ত্রক সংস্থা পদক্ষেপ নিতে যাচ্ছে। এর ফলে ছোট ছোট কোম্পানিগুলোরও শেয়ারবাজারে আসার পথ উন্মুক্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা

 

ওটিসিতে আরো ৪ কম্পানি


ওভার দ্য কাউন্টার বা ওটিসি বাজারে যুক্ত হচ্ছে আরো চার কম্পানি। ঢাকা স্টক এঙ্চেঞ্জের (ডিএসই) মূল বোর্ড থেকে তালিকাচ্যুত হয়ে এই চারটি কম্পানি আজ বুধবার থেকে ওটিসিতে স্থানান্তরিত হবে। দীর্ঘদিন ধরে পাদনে না থাকায় অক্টোবর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থসিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশন (এসইসি) কম্পানিগুলোকে ওটিসিতে পাঠানোর নির্দেশ দেয়। তারই ভিত্তিতে আজ থেকে এসব কম্পানি তালিকাচ্যুত হতে যাচ্ছে। কম্পানিগুলো হচ্ছে_এপেঙ্ উইভিং, ঢাকা ফিশারিজ, মুন্নু ফেবিঙ্ পদ্মা সিমেন্ট লিমিটেড। বর্তমানে ডিএসইর ওটিসি বাজারতালিকাভুক্ত ৭৫টি কম্পানি রয়েছে। নতুন চার কম্পানি যুক্ত হলে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে ৭৯টিতে।
আজ থেকে ওটিসি বাজারে স্থানান্তরিত হতে যাওয়া চার কম্পানির মধ্যে গতকাল ডিএসইর মূল বোর্ডে তিন কম্পানির লেনদেন হয়েছে। তবে পদ্মা সিমেন্টের শেয়ার লেনদেন স্থগিত থাকায় সেটির কোনো লেনদেন হয়নি। ফলে পদ্মা সিমেন্টের শেয়ার বিক্রির সুযোগ পায়নি অনেক বিনিয়োগকারী।
সর্বশেষ চলতি মাসের প্রথম কার্যদিবসে ডিএসইতে তালিকাভুক্ত ২৫টি কম্পানি ওটিসি বাজারে স্থানান্তরিত হয়। কাগুজে শেয়ার ধারনের কারণে ওই সব কম্পানিকে এসইসির নির্দেশে ওটিসিতে পাঠানো হয়েছিল।
এদিকে লেনদেনের দিক থেকে এখনো জনপ্রিয়তা না পেলেও ক্রমেই ওটিসি বাজারে কম্পানির সংখ্যা বেড়ে চলেছে। কম্পানির সংখ্যা বাড়লেও লেনদেনে মোটেও এর কোনো প্রতিফলন নেই। পাদন বন্ধ থাকা, লোকসানি কম্পানিগুলো এই বাজারে তালিকাভুক্ত হওয়ায় বিনিয়োগকারীরা এসব কম্পানির শেয়ার কিনতে আগ্রহী নন। অন্যদিকে এই বাজারের লেনদেন প্রক্রিয়াও অনেক জটিল

Lei ‰`wbK Kv‡jiK›U