নজিরবিহীন দরপতনের এক দিন পর আজ বৃহস্পতিবার আবার ঘুরে দাঁড়িয়েছে ঢাকার শেয়ারবাজার (ডিএসই)। তবে আজ সাধারণ সূচক ও বেশির ভাগ শেয়ারের দাম বাড়লেও কমেছে আর্থিক লেনদেন ও বাজারমূলধন।
ডিএসই সূত্রে জানা যায়, চাঙাভাবের মধ্য দিয়ে আজ লেনদেন শুরু হয়। বেলা একটার দিকে সাধারণ মূল্যসূচক ১৭২ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে আট হাজার ৬২৩ দশমিক ৭৪ পয়েন্টে দাঁড়ায়। এর পর থেকে সূচক কিছুটা কমে যায়। বিকেল তিনটায় লেনেদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সাধারণ সূচক ১২৮ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে আট হাজার ৫৮০ দশমিক ১৯ পয়েন্টে দাঁড়ায়।
আজ ডিএসইতে মোট ২৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ২২০টির, কমেছে ২২টির।
ডিএসইতে আজ মোট লেনদেন হয়েছে এক হাজার ৬২২ কোটি টাকার কিছু বেশি, যা গতকালের চেয়ে ৩৪৭ কোটি টাকা বেশি।
আজ লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—এসপি সিরামিক, মালেক স্পিনিং, এবি ব্যাংক, ঢাকা ডাইং, তিতাস গ্যাস, উত্তরা ব্যাংক, এনবিএল, বেক্সিমকো, লঙ্কাবাংলা ফিন্যান্স ও ইউনাইটেড এয়ারওয়েজ।
আজ সবচেয়ে বেশি বেড়েছে প্রথম জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম। এ ছাড়া ঢাকা ডাইং, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, দেশ গার্মেন্টস, আনোয়ার গ্যালভানাইজিং, স্ট্যান্ডার্ড সিরামিক, তাল্লু স্পিনিং, আজিজ পাইপ, প্রাইম ফিন্যান্স প্রথম মিউচুয়াল ফান্ড ও সাভার রিফ্রাক্টরিজ দাম বেড়ে যাওয়া শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।
আজ সবচেয়ে বেশি কমেছে শাহজালাল ইসলামী ব্যাংকের শেয়ারের দাম। এ ছাড়া ইউসিবিএল, স্টাইল ক্রাফট, ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ব্যাংক এশিয়া, বাটা শু, প্রাইম ব্যাংক, ইসলামী ব্যাংক ও কোহিনুর কেমিক্যাল দাম কমে যাওয়া শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।
আজ ডিএসইর বাজারমূলধন তিন লাখ ৫৭ হাজার ৯৪০ কোটি টাকা।
গতকাল বুধবার ডিএসইতে নজিরবিহীন দরপতনের ঘটনা ঘটে। এতে সাধারণ সূচক প্রায় সাড়ে ৫০০ পয়েন্ট কমে যায়। ফলে ক্ষুব্ধ হয়ে বিনিয়োগকারীরা ডিএসইর সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। একপর্যায়ে সূচকের কিছুটা ঊর্ধ্বগতি হলে বিনিয়োগকারীরা তাঁদের অবরোধ তুলে নেন।
No comments:
Post a Comment