Ping Website hostgator coupon Thedailysharebiz.blogspot.com The Daily Sharebiz: ডিএসইতে দরপতন অব্যাহত

Tuesday, December 7, 2010

ডিএসইতে দরপতন অব্যাহত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার দরপতন অব্যাহত রয়েছে। ফলে সাধারণ সূচক, বেশির ভাগ শেয়ারের দাম, আর্থিক লেনদেন ও বাজার মূলধন কমেছে।
ডিএসই সূত্রে জানা যায়, চাঙাভাবের মধ্য দিয়ে আজও ডিএসইতে লেনদেন শুরু হয়। তবে কিছুক্ষণ পর থেকে দরপতন শুরু হয়। একই সঙ্গে কমতে শুরু করে বেশির ভাগ শেয়ারের দাম। সাধারণ সূচকও নিম্নগামী হতে থাকে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে। দিন শেষে সাধারণ সূচক দুই দশমিক ১১ শতাংশ বা ১৮৫ দশমিক ৫৩ পয়েন্ট কমে আট হাজার ৫৮৫ দশমিক ৮৮ পয়েন্টে দাঁড়ায়। আজ ডিএসইতে মোট ২৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে দাম কমেছে ২০৯টির বেড়েছে ২৫টির এবং অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আজ ডিএসইতে মোট দুই হাজার ৫০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৬৬০ কোটি টাকা কম।
এদিকে খাত অনুযায়ী বিশ্লেষণ করলে দেখা যায়, আজ সব খাতেই দরপতন হয়েছে।
আজ লেনদেনে শীর্ষ ১০টি প্রতিষ্ঠান হলো—এবি ব্যাংক, তিতাস গ্যাস, সাউথইস্ট ব্যাংক, সিটি ব্যাংক, বেক্সিমকো, এসপি সিরামিক, ইউসিবিএল, ইসলামী ব্যাংক, এনবিএল ও প্রাইম ব্যাংক।
আজ সবচেয়ে বেশি বেড়েছে ফার্মা এইডের শেয়ারের দাম। এ ছাড়া তৃতীয় আইসিবি, দ্বিতীয় আইসিবি, মালেক স্পিনিং, এসপি সিরামিক, ষষ্ঠ আইসিবি, মেঘনা পেট্রোলিয়াম, চতুর্থ আইসিবি, ইস্টার্ন লুব্রিকেন্টস ও ইস্টার্ন কেব্ল দাম বেড়ে যাওয়া শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।
আজ সবচেয়ে বেশি কমেছে বিডি অটোকারের শেয়ারের দাম। এ ছাড়া তাল্লু স্পিনিং, এমবি ফার্মা, দেশ গার্মেন্টস, সোনালী আঁশ, আনোয়ার গ্যালভানাইজিং, স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স, প্রভাতী ইনস্যুরেন্স, আজিজ পাইপ ও গ্লোবাল ইনস্যুরেন্স দাম কমে যাওয়া শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।
আজ ডিএসইর বাজার মূলধন তিন লাখ ৫৭ হাজার ৭০১ কোটি টাকা।

No comments:

Post a Comment