নজিরবিহীন দরপতনের এক দিন পর আজ বৃহস্পতিবার আবার ঘুরে দাঁড়িয়েছে ঢাকার শেয়ারবাজার (ডিএসই)। তবে আজ সাধারণ সূচক ও বেশির ভাগ শেয়ারের দাম বাড়লেও কমেছে আর্থিক লেনদেন ও বাজারমূলধন।
ডিএসই সূত্রে জানা যায়, চাঙাভাবের মধ্য দিয়ে আজ লেনদেন শুরু হয়। বেলা একটার দিকে সাধারণ মূল্যসূচক ১৭২ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে আট হাজার ৬২৩ দশমিক ৭৪ পয়েন্টে দাঁড়ায়। এর পর থেকে সূচক কিছুটা কমে যায়। বিকেল তিনটায় লেনেদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সাধারণ সূচক ১২৮ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে আট হাজার ৫৮০ দশমিক ১৯ পয়েন্টে দাঁড়ায়।
আজ ডিএসইতে মোট ২৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ২২০টির, কমেছে ২২টির।
ডিএসইতে আজ মোট লেনদেন হয়েছে এক হাজার ৬২২ কোটি টাকার কিছু বেশি, যা গতকালের চেয়ে ৩৪৭ কোটি টাকা বেশি।
আজ লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—এসপি সিরামিক, মালেক স্পিনিং, এবি ব্যাংক, ঢাকা ডাইং, তিতাস গ্যাস, উত্তরা ব্যাংক, এনবিএল, বেক্সিমকো, লঙ্কাবাংলা ফিন্যান্স ও ইউনাইটেড এয়ারওয়েজ।
Thursday, December 9, 2010
Wednesday, December 8, 2010
ডিএসইতে ব্যাপক দরপতনে বিনিয়োগকারীদের বিক্ষোভ, ভাঙচুর
ডিএসইতে ব্যাপক দরপতনে বিনিয়োগকারীদের বিক্ষোভ, ভাঙচুর
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার ব্যাপক দরপতন হয়েছে। লেনদেনের প্রথম ঘণ্টা শেষে দুপুর ১২টা পাঁচ মিনিটে সাধারণ মূল্যসূচক ৪১৯ পয়েন্ট কমে যায়।
এ ঘটনায় বিনিয়োগকারীরা ১২টা ১০ মিনিটে ডিএসইর সামনের সড়ক অবরোধসহ বিক্ষোভ শুরু করেন। তাঁরা দুটি প্রাইভেটকার ভাঙচুর করেন এবং ডিএসইর মূল ফটকে ইটপাটকেল ছোড়েন। রাস্তায় কাগজপত্র পুড়িয়ে তাঁরা বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় মতিঝিল বাণিজ্যিক এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা দুইটার দিকে পুলিশ রাস্তা থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
সার্বিক পরিস্থিতিতে ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জহুরুল আলম বলেন, ‘আমি বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলেছি এবং তাঁদের বিভিন্ন অভিযোগ শুনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’
আজ ডিএসইতে লেনদেনে প্রথম ঘণ্টায় ২১০টি প্রতিষ্ঠানের দাম কমে যায়। আর দাম বাড়ে মাত্র ১৩টি প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত থাকে চারটি প্রতিষ্ঠানের। সাধারণ মূল্যসূচক ৪১৯ পয়েন্ট কমে আট হাজার ১৬৬ পয়েন্টে দাঁড়ায়।
এ ঘটনায় বিনিয়োগকারীরা ১২টা ১০ মিনিটে ডিএসইর সামনের সড়ক অবরোধসহ বিক্ষোভ শুরু করেন। তাঁরা দুটি প্রাইভেটকার ভাঙচুর করেন এবং ডিএসইর মূল ফটকে ইটপাটকেল ছোড়েন। রাস্তায় কাগজপত্র পুড়িয়ে তাঁরা বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় মতিঝিল বাণিজ্যিক এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা দুইটার দিকে পুলিশ রাস্তা থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
সার্বিক পরিস্থিতিতে ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জহুরুল আলম বলেন, ‘আমি বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলেছি এবং তাঁদের বিভিন্ন অভিযোগ শুনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’
আজ ডিএসইতে লেনদেনে প্রথম ঘণ্টায় ২১০টি প্রতিষ্ঠানের দাম কমে যায়। আর দাম বাড়ে মাত্র ১৩টি প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত থাকে চারটি প্রতিষ্ঠানের। সাধারণ মূল্যসূচক ৪১৯ পয়েন্ট কমে আট হাজার ১৬৬ পয়েন্টে দাঁড়ায়।
Tuesday, December 7, 2010
ডিএসইতে দরপতন অব্যাহত
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার দরপতন অব্যাহত রয়েছে। ফলে সাধারণ সূচক, বেশির ভাগ শেয়ারের দাম, আর্থিক লেনদেন ও বাজার মূলধন কমেছে।
ডিএসই সূত্রে জানা যায়, চাঙাভাবের মধ্য দিয়ে আজও ডিএসইতে লেনদেন শুরু হয়। তবে কিছুক্ষণ পর থেকে দরপতন শুরু হয়। একই সঙ্গে কমতে শুরু করে বেশির ভাগ শেয়ারের দাম। সাধারণ সূচকও নিম্নগামী হতে থাকে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে। দিন শেষে সাধারণ সূচক দুই দশমিক ১১ শতাংশ বা ১৮৫ দশমিক ৫৩ পয়েন্ট কমে আট হাজার ৫৮৫ দশমিক ৮৮ পয়েন্টে দাঁড়ায়। আজ ডিএসইতে মোট ২৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে দাম কমেছে ২০৯টির বেড়েছে ২৫টির এবং অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আজ ডিএসইতে মোট দুই হাজার ৫০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৬৬০ কোটি টাকা কম।
ডিএসই সূত্রে জানা যায়, চাঙাভাবের মধ্য দিয়ে আজও ডিএসইতে লেনদেন শুরু হয়। তবে কিছুক্ষণ পর থেকে দরপতন শুরু হয়। একই সঙ্গে কমতে শুরু করে বেশির ভাগ শেয়ারের দাম। সাধারণ সূচকও নিম্নগামী হতে থাকে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে। দিন শেষে সাধারণ সূচক দুই দশমিক ১১ শতাংশ বা ১৮৫ দশমিক ৫৩ পয়েন্ট কমে আট হাজার ৫৮৫ দশমিক ৮৮ পয়েন্টে দাঁড়ায়। আজ ডিএসইতে মোট ২৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে দাম কমেছে ২০৯টির বেড়েছে ২৫টির এবং অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আজ ডিএসইতে মোট দুই হাজার ৫০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৬৬০ কোটি টাকা কম।
Subscribe to:
Comments (Atom)