পুঁজিবাজারে আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় দিনটিও বেশ ভালোই কেটেছে। দুই এক্সচেঞ্জেই দিনের লেনদেন শেষে সূচক ও লেনদেন বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ১০০ পয়েন্টের বেশি বেড়েছে। সঙ্গে বেড়েছে দুই শতাধিক শেয়ারের দাম।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ মূল্যসূচক ১১৩.৭১ পয়েন্ট বেড়ে ৫,৬০৩.৫৯ পয়েন্টে দাঁড়ায়। আজ ডিএসইতে মোট ২৬১টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ২৩১টির, কমেছে ২৬টির এবং অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। মোট লেনদেন হয়েছে ৪৮১ কোটি টাকার, যা গতকালের চেয়ে ১৫১ কোটি টাকা বেশি।
বাজার বাড়লেও গতকালের ধারাবাহিকতায় বিনিয়োগকারীরা আজও ডিএসই কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরা অবস্থান কর্মসূচি শুরু করেন। তাঁরা পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে পুঁজিবাজারের স্থিতিশীলতা না ফেরা পর্যন্ত তাঁদের অবস্থান কর্মসূচি চালানোর ঘোষণা দেওয়া হয়।
আজ ডিএসইতে সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। লেনদেনের সাত মিনিটের দিকে সূচক ১৬ পয়েন্ট বেড়ে যায়। এরপর ধীরে ধীরে সূচক কমতে থাকে। লেনদেনের ১৫ মিনিটের দিকে সূচক সাত পয়েন্ট কমে যায়। তবে এরপর আর সূচক গত দিনের চেয়ে কমেনি। এভাবেই ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে দিনের লেনদেন শেষ হয়।
আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে—এমআই সিমেন্ট, বিএসআরএম স্টিল, ইউনাইটেড এয়ারওয়েজ, মালেক স্পিনিং, আফতাব অটো, তিতাস গ্যাস, পিএলএফএসএল, আরএন স্পিনিং, ম্যাকসন স্পিনিং ও গোল্ডেন সন।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক ২২৫.৬৩ পয়েন্ট বেড়ে ১০,০৯২.৩২ পয়েন্টে দাঁড়ায়। আজ সিএসইতে মোট ১৯৪টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৭৫টির, কমেছে ১৭টির এবং অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। মোট লেনদেন হয়েছে ৬০ কোটি টাকার।