Ping Website hostgator coupon Thedailysharebiz.blogspot.com The Daily Sharebiz: November 2010

Wednesday, November 10, 2010

সূচক লেনদেন বেড়েছে

দেশের শেয়ারবাজারে আগের দিনের ধারাবাহিকতায় গতকাল বুধবার মূল্যসূচক লেনদেনের পরিমাণ বেড়েছে। তবে লেনদেনের শুরুতে সূচক বাড়ার যে গতি ছিল দিনশেষে তা অনেকটাই কমে আসে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ঋণসুবিধা বাতিল করতে বৈঠকে বসেছে ধরনের গুজবে অনেকেই শেয়ার বিক্রি করতে শুরু করেন। মূলত কারণেই দিনশেষে সূচক নিম্নমুখী হতে শুরু করে।
উল্লেখ, গত মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটি বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনে ঋণসুবিধা বাতিলের পরামর্শ দেয়।
তবে এসইসির একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এসইসির বাজার পর্যালোচনা কমিটির বৈঠকে গতকাল ওই সুপারিশের বিষয়টি নিয়েই আলোচনা হয়েছে। কিন্তু কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি।
সাধারণ বিনিয়োগকারী, বাজার বিশেষজ্ঞ মার্চেন্ট ব্যাংকারদের একটা বড় অংশই সংসদীয় কমিটির সুপারিশকে উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করেন। তাঁরা বলেন, তিতাস, ডেসকো, পাওয়ার গ্রিডসহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত কোম্পানির শেয়ার কম দামে কোনো মহলকে পাইয়ে দিতেই ধরনের সুপারিশ করা হয়ে থাকতে পারে।
ঋণসুবিধা কমানো হলে কোম্পানিগুলোর শেয়ারের দাম নিশ্চিতভাবেই কমবে। কারণ বর্তমানে তুলনামূলক ভালো মৌলভিত্তির যে কয়টি কোম্পানি ঋণসুবিধা পায়, তার মধ্যে এসব কোম্পানি অন্যতম।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি মার্চেন্ট ব্যাংকের প্রধান নির্বাহী বলেন, মার্চেন্ট ব্যাংকগুলোর অন্যতম প্রধান কাজই শেয়ারের বিপরীতে ঋণসুবিধা দেওয়া। যদি ঋণসুবিধা একেবারে বন্ধ করে দেওয়া হয়, তাহলে মার্চেন্ট ব্যাংকগুলোর ব্যবসা গুটিয়ে চলে যেতে হবে।
বাজার পরিস্থিতি: ডিএসইতে গতকাল লেনদেন শুরুর প্রথম ২০ মিনিটের মধ্যে সাধারণ সূচক ১০০ পয়েন্টের বেশি বেড়ে যায়। কিন্তু দিনের শেষভাগে এসইসির বৈঠকে বসার খবর ছড়িয়ে পড়লে সূচক কমতে শুরু করে। তবে শেষ পর্যন্ত ডিএসইর সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৫৮ পয়েন্ট বেড়ে আট হাজার ১৪১ পয়েন্ট অতিক্রম করেছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচকও আগের দিনের চেয়ে ৯০ পয়েন্ট বেড়ে ২২ হাজার ৯১৮ পয়েন্ট ছাড়িয়ে গেছে।
উভয় স্টক এক্সচেঞ্জেই গতকাল লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে দুই হাজার ৫৮১ কোটি টাকা। আর সিএসইতে লেনদেন হয়েছে ২৪৯ কোটি টাকা।
এসআইবিলের পরিচালনা পর্ষদকে তলব: পুঁজিবাজারের আইন ভঙ্গের অভিযোগে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক কোম্পানি সচিবকে শুনানির জন্য তলব করা হয়েছে।